আমি যদি থাকতাম ছোট
খেলতাম কত খেলা,
বড় হয়ে হলো এখন
কত নানান জ্বালা ।


ছোট বেলায় আদর করে
চুমো দিতেন মা,
এখন সে আদর আর
ভাগ্যে জোটে না ।


কথায় কথায় তর্ক নাকি
বড় হয়ে করি,
বাবা-মায়ের অবাধ্যতায়
সারা দিন ঘুরি ।


ঘুরতে ঘুরতে একদিন যদি
নষ্ট হয়ে যাই,
বলবে লোকে বাবা-মায়ের
যারোজ সন্তান ওই ।।