শিশির সিক্ত সবুজ ঘাস
এখন আর আমাকে চমকে দিতে পারে না,
কেননা আমি তোমায় দেখেছি ।


পাহাড়ের চুড়ায় আঁটকে থাকা মেঘ
আমাকে আর মুগ্ধ করে না,
কেননা আমি তোমায় দেখেছি ।


বিষন্ন দুপুরে কান্ত কোকিলের ডাক
আমাকে আর বিমোহিত করে না,
কেননা আমি তোমায় দেখেছি ।


বৃষ্টি ভেজা নিশ্চল বিকেল
আমাকে আর আকর্ষন করে না,
কেননা আমি তোমায় দেখেছি ।


অথচ তুমি যখন আসো কাছে
নীরব পাশে বসো, অর্থপূর্ন দৃষ্টি মেলে চাও
তোমাকে বলা হয় না ‘ভালোবাসি’।


কারন ‘ভালোবাসি’ কথাটির অর্থ
আমার কাছে পাল্টে গেছে,
কেননা আমি তোমায় দেখেছি ।।