ভাইয়া ছিল সবই ছিল
জীবনে আমার,
ভাইয়া নেই কিছুই নেই
ভুবনে আমার ।
ভাইয়া থাকলে করতো আদর
মন- প্রান - দিয়ে ,
ভাইয়া নেই বলনা মা
আদর করবে কে ?
ভায়ের আদর কত মধুর,
বুঝতে পারলাম না
বলনা মা ভাইয়া কি আর
ফিরে আসবে না ?
কত আদর করতো ভাইয়া
বুকের মাঝে নিয়ে,
সেই ভাই কে ভুলে ওমা
বাঁচবো কেমন করে ।
ভাইয়ে-ভাইয়ে রক্তের বাধন
যায় না কভু ভুলা ।
তবু কেন বোঝো না মা ,
ভাই হারানোর জ্বালা ।
ভাইয়া কি মা রাগ করেছে
আমাদের ওপরে ,
তাই মনে হয় লুকিয়ে আছে
আমাদের কে ভুলে ।।