তোমরা সর্বনাশ করতে করতে এগিয়ে গেছ
আর আমরা বাহবা দিয়েছি
সূর্য-জোসনা বাদ দিয়ে কৃত্রিম আলোয় দাঁড়িয়েছি


তোমরা বলেছ, এ নদী-গাছ-পাখি রেখে কী লাভ
আমরাও বিরক্ত হয়ে বলেছি, এগুলো তো চিরকাল ছিলই, এখন না থাক
সেখানে সুউচ্চ দালান উঠুক, কেরু কোম্পানির সরবরাহ বেড়ে যাক


বলা হয়েছে জোর গলায় গভীর রাতে ঠাসঠুসে স্বীয় শত্রু কমে, গভীর ফজিলতে ক্ষমতার সময় বাড়ে
তাতে ঢাক-ঢোল পেটানো হয়েছে, সে সবে সম্মতি উৎপাদ করেছি, উন্নয়ন বলে


তারপর আমরা বুঝলাম
স্রোতে গা ভাসানোর পর এখন আর স্রোত অবশিষ্ট নেই
পালাবার পথ খুঁজি