বেদখল মন এখন হত্যা হয়ে গেছে
নিশিরাতে ঠাসঠুস শব্দে
বন্দুকের গরম নলে
ক্ষমতা যেখানে চুলকায়ে ক্ষমতা দেখায়
গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে মঞ্চে।


সেদিন চাঁদ দেখতে গিয়ে আদর করে চান বলে ফেলেছিলাম, পরে ইদকে ঈদ আর দাদা গো গোরুকে গরু!
র এসে মন কেটে নিল, আত্মহত্যার পর বেঁচে গেলাম
এ শহর তল্লাট জানলো না, মন হয়ে গেল বেদখল
আকাশ থেকে পাখির সঙ্গে সঙ্গে ঘুড়ি বন্ধ হল
ঠাসঠুসে ঘুম ভেঙে গেল, বুকের ঠিক বা-পাশ দিয়ে গেল
পরে দেখি বেদখল মনটাই মারা গেল।


৩ আগস্ট, ২০২০, রাজশাহী