শব্দ শুনেই ঘুম ভাঙে, কাচ ভাঙে
ভাঙে স্বপ্ন, পরিবারের
তারা নাকি মাদক বিক্রেতা-ব্যবসায়ী!


ভোর হলেই লাশ দেখি
অত্যাচার শুনি
শুনি সাবলীল ভাষায় ঠাণ্ডা খুনের কাহিনি।


সংবাদপত্র-অনলাইন দেখেই কেঁপে উঠি
কোথায় আছি, কোথায় যাচ্ছি
শত শত লাশ পড়ে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়।


ওহ! তাইতো আমরা এখন ক্রসফায়ারের যুগে।