দাউ দাউ করা আগুনে পুড়ে পুড়ে শান্তি শান্তি লাগে!
মুহূর্তেই প্রাণসঞ্চার হয়ে উর্দ্ধমুখী হয়ে নাচানাচি করে
যে বাহনে দেশজুড়ে জ্বলছে, জ্বলছেই আগুনের তীর
কে তারে থামাবে শুনি, নাকি জ্বালিয়ে দিয়েই বুনো-ল্লাস
আমাদেরও তো মন আছে, ব্যথা পাই, আছে অনুভূতি
এসব ভিজ্যুয়াল ছুঁয়েছে ঘৃণার দুয়ারে হাঁপাতে হাঁপাতে
আমরাও তো পুড়ে পুড়ে রোজ রোজ অঙ্গার হয়ে গেছি
এই অদৃশ্য আগুন তাহলে নেভাবে কে?


এসব আগুনের জিহ্বা কী বলে বলে যায়, কার কথা সে শুনে
কে তাকে আশ্রয়ে রেখেছে দীর্ঘকাল, শাসনের দড়ি-খাটে
কে ডাকে চেয়ার কাকে, আগুনে পুড়ে না কেনো সেই চেয়ারটাকে
ক্ষমতার লোভে কে কে নাজেহাল হয়ে হয়ে ঘুরে ঘুরে উন্মাত হয়
ধরে আনো তাদের সবাইকে, ধরে আনো প্লিজ
আমার হৃদয়ের আগুনে অঙ্গার করবো এবার তাদের।


৬ জানুয়ারি, ২৪-এর ভোর