পৃথিবীতে মানুষ হারানোর দিবস আছে
জ্যান্ত, তরতাজা মানুষ!
এই আছে যেন এই নাই হয়ে যায়
বয়ান-অভিযোগ সাদা কিংবা কালো মাইক্রোবাস।


অনেক দিন পর বছরের পর বছর যখন কিছুই না পাওয়ার থাকে
অস্তিত্বের জন্য হলেও হারানো মানুষের লাশ চেয়ে বসে পড়ে
কান্নার রুল পড়ে যায়, রাস্তায় ছবি নিয়ে ছোট্টরা অপেক্ষায়
কখনো স্ত্রী কিংবা বৃদ্ধ বাবা-মা'রা কবর জিয়ারত করতে চায়।


কেউবা কিছু প্রশ্ন রেখে ডুকরে কাঁদে, আকাশে তাকিয়ে সান্ত্বনাও খোঁজে অপেক্ষায়
কেনোনা অনেকে ফিরে আসে বোবা হয়ে...
যেন তাঁরা ফিরে আসে...