গান-বাজনার দেশে আছি
গান ধেয়ে আসছে চারদিক থেকে
গ্রামবাংলার গান...
যে গানে আছে প্রাণ
আছে জীবন, জীবনের জয়গান, হতাশা।


এই গানে মিশে থাকে গ্রাম
গ্রামের সহজ-সরল মানুষের নাম
ভেসে ওঠে নানা ভাব
জীবনকে জানাশোনার জ্ঞান।


এই গান-ই স্মৃতি...
মনে করিয়ে দেয় নানা নীতি
চলতে শেখায় জীবন সংগ্রামে
আসুন বাঁচিয়ে রাখি এইসব গান।