তোমার মেহেদি রাঙা হাতে আমি পুরো রাষ্ট্রাচার দেখতে পাই
মেহেদির প্রতিটা রঙে রঙে একই ঢং
করে কাবু এদেশজ প্রাণকে
এখানে মুনাফা আছে
লাভ-লোকসানও আছে
আছে রঙচোরা বহুমুখী মুখ
আছে পুঁজির বাহাদুরি
করপোরেট মিডিয়ার নজরবন্দি।


তোমার হাত নিস্তেজ করতে পারে সুখ
ভেঙে চুরমার করে দিতে পারে স্বপ্ন
উদ্বাস্তু হতে পারে হাত ইশারায় মানুষ
নদী-সমুদ্রেও জায়গা না পেতে পারে মানুষ
তোমার হাতে সব উঠে-বসে
শুধু তুমিই স্থির রইলে চিরকাল
পরিবর্তনের ছিটেফোঁটাও হইল না তোমার।


তোমার এমন রাঙা হাত আমরা চাইনে
পেতে চাই হাতমুক্ত দেশজ প্রাণ
আসুন হাতকে মজবুত না করে
নিজেকে জ্বেলে দিই, মজবুত করি নিজেকে।