এখনকার রাত কালো, দিনেও নেই দৃশ্যমান আলো
স্বপ্নরা আসে না, ফুলের পরিবর্তে ভুল আসে
সামান্য ভুলে চৌদ্দ শিকের থাবা আসে, কালো কালো ভয়ঙ্কর আলো
মারা যাওয়ার একদিনের পর শশ্মানের মতো ভয়ঙ্কর
শুধু মৃত্যু আসে, কোষাগার থেকে
মৃত্যুর আধিক্য পরিসংখ্যানে গিয়ে গড় হয়
প্রতিদিন ঠিক আড়াইটায়
সেখানেও স্বস্থি খুঁজি
আমরা কিন্তু আসলেই মানুষ, নরম নরম মানুষ।