দেয়ালের টিকটিকিটা ইদানীং বেশি শব্দ করে, রাত জেগে জাগিয়ে রাখে
সময়ের কাঁটা নাড়া দিয়ে সামনের পথ মাপায়
ভাবি, সময় খুব কম, টিকটিকির লেজ কেটে পড়তে যতক্ষণ, আমিও তো ঠিক ততক্ষণই।


টিকটিকি লেজ নেড়ে আবার আওয়াজ দেয়, আমি ভয়ে কেঁপে উঠি
কখন কাচ ভেঙে বাইরে গিয়ে পড়ি, তা ভাবি
আসলে অনেক বছর তো টিকটিকির সহিত বসবাস
নতুন চায়, বিরক্ত সে, স্বার্থপর তো আমি
বিদায় নিতেই হবে হবে, ঘাসেদের সঙ্গে করতে হবে সহ...বাস।
সময়