রাতেরা আরও ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত
চাঁদ খেয়ে ফেলে সিগারেটের চুমুকে
হাতে তার মোবাইল ফোনের ঝলকানি, হাসিতে গোঁফ হাসে
কী থাকে আর রক্তাক্ত ভূমির, মানুষ তো গভীর সমুদ্রের তলদেশে ডুবে যাবার মতো অসহায়
কীইবা করার আছে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ছাকনি বসানো সাড়া
দলে দলে বুকে-পকেটে শত্রুর বসবাস; ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার মতো জাল
রাত আরো কালোতর হবে আশঙ্কা, ডিভাইস প্রেম ছাড়ার দিনগুলো কাছে আসে।