মাথার উপর জ্বলন্ত অগ্নিপিন্ড নিয়ে সংসদের সামনে বসে থাকা
আর বৃষ্টি ভেজা সন্ধ্যার সেই আবেদনী প্রহর ভীষণ মনে পড়ছে,
দুপুরে ঘামে ভিজেছিলো টি-শার্ট আর সন্ধ্যায় বৃষ্টির জলে।
কাকতালীয় ভাবে পূর্নতা পেয়েছিল একটা অনাকাঙ্ক্ষিত দিন।
আলো আধারে মিশেল প্রহরে দুজনেই দুই মগ কফি হাতে
পাশে প্রকৃতির নিয়মে স্রোতের সাথে নদীর বয়ে চলা,
তোমাকে বাহুডোরে জড়িয়ে ধরা, তামান্না পার্কে।
তখনো হালকা বৃষ্টি হচ্ছিল, সাথে ঝিরিঝিরি হাওয়া
আর গাছে পাতা নড়ার এক অদ্ভুত গুঞ্জন চারিদিকে।
তোমার ভেজা চুল বেয়ে পড়া টপ টপ পানির ফোঁটা আর
ঠোটে থ্যাবড়ানো লাল লিপস্টিক, সে এক অন্যরকম তুমি।
গোটা প্রকৃতি যেন কেবল আমাদের জন্যই সেঁজেছিলো।
চল, আজ আবার যাই, এসব কিছু না হয় নাই থাকলো সাথে
ভালবাসার কোন কমতি হবে না, থাকবে আগের মতই।
যাবে তো?
না গেলে আমি একাই যাবো আজ
আর কল্পনাতে তোমাকে এঁকে নিয়ে যাব সাথে।


(১৮/০৫/১৪, ঢাকা)