দেখ ঐ শা'বানের শেষে উদিত চাঁদ
নিয়ে এলো রহমত, বরকত, নাজাতের স্বাদ!
মুমিনের ঈমানে যে, দিয়েছে দোলা
অফুরান নিয়ামতে আকাশ উজালা।।


এলো, এলোরে ঘরে মাহে রমাদ্বান
রহমানের দ্বারে সে তো, সবাই সমান।।


চোখ, কান, মন, না করি নফসের আরাধন
বন্দি থেকেও অবরুদ্ধ নয়-আযাযীল শয়তান!
চাঁদ দেখে কর রোজা, এই-রাসূলের ফরমান
সেহেরিতে কর দেরি, ইফতারে নয়! আল্লাহু রহমান।।


এলো, এলোরে ঘরে মাহে রমাদ্বান
বরকতে পূর্ণ কর জীবন, হে মুমিন মুসলমান।।


রাতের নামাজে থাকো মশগুল, হে মুমিন
তোমার দো'আর চোখের পানিতে ভিজাও জমিন,
আশা রাখ মনে, নসিব হয় যেন, কদর!
শেষ দশে ইবাদত উত্তম, হাজার বছর।।


এলো, এলোরে ঘরে মাহে রমাদ্বান
মুমিনের নাজাত দেবে রাব্বুল আলামিন।।