ভাবের বড়ই অভাবরে ভাই
ভাবের খবর চাই,
কোথায় গেলে পাবো বলো
ভাবকে কোথায় পাই।
ভাবের জন্য লম্পজম্প তবু
ভাব আসে না মনে,
প্রেমের উপায় দাওনা বলে
ঐ না ভাবের সনে।
ভাবের টানে লিখতে বসা
ভাবের জন্যই ছন্দ,
তবুও ভাব অধরাই রয়
চলে জনে জনে দ্বন্দ্ব।
যার সনে ভাব হবার কথা
তার সনে ভাব নাই,
ভাবের তরী ভাইতে ভাইতে
বলো কোনখানে যে যাই।
যার সাথে ভাব জমলে পরে
জীবন হতো ধন্য,
তার ভাবের নেই না খবর
নকল ভাবের জন্য।
ভাব হারিয়ে অকুল যখন
এই না ভবের হাটে,
তাকে খোঁজে কি লাভ বলো
মিথ্যে পথে ঘাটে ?


এসো সবাই ভাব গড়িবো
মহান রবের সাথে,
যে ভাবেতে শান্তি কেবল
পাবো দিবা রাতে।
রবের সাথে ভাব নেই বলে
হানাহানি কত?
তাইতো আসে জগত মাঝে
বিপদ আপদ যত।
নকল ভাবের চিন্তা যখন
ভুলে গিয়ে সবে,
রবের চিন্তায় মত্ত হবো
শান্তি আসবে ভবে।