অন্ধমোহের  রোদ্রগুলোকে
মগজের পরিপাকতন্ত্র
হজম করতে পারছেনা আর,


মানুষ তুমি,  
এসব ঠুনকো অদৃশ্য অভিনয়ের
প্রসঙ্গ ছাড় এবার !


জনবসতির কাছে
কলাপাতার বুননের মতো
বিছিয়ে দাও সমতার হাত,


নইলে কি করে পড়বে বলো
মাকড়সার জালের মনভাঁজ
গরলের অন্ধকার রাত।


মানুষ তুমি হও
নাগিনীহীন বেহুলার
বাসরশয্যার প্রবেশদ্বার,


হৃদয়কে কর নির্মল
সততার বুননে হও ঠাসা
লভিতে অসীম অপার।