হেমন্তের সকালে ঘুম থেকে জেগে দেখি
মাকড়সার জালে ধরা পড়েছে ভোরের শিশির বিন্দু,
এ যেন আমার মায়ের অশ্রু বিন্দু- মাকড়সার জালে
জমতে জমতে তৈরি হতে পারতো মহাসিন্ধু।


প্রতিটি অশ্রু বিন্দুর মাঝে লুকিয়ে আছে - এক একটি সূর্য
এতগুলো সূর্য একসঙ্গে ; কখনও দেখিনি ভেবে,
অথচ হেমন্তের অশ্রু বিন্দু কেন যে বোঝেনা
যাকে সে বুকে ধারণ করে - সেই তাকে শুষে নেবে।


হায় সূর্য ! তোমার সাথে আড়ি
তুমি মস্ত বড় ফাও,
যে তোমাকে বুকে ধারণ করে
তুমি তাকেই শুষে নাও ।