'এই শোনো !' বলতেই সে থেমেছিল
ফেলেছিল প্রশ্নবোধক পলক,
দৃষ্টিতে দিগন্তের গভীরতা ছিল
ছিল গোপন প্রেমের ঝলক ।


'বলো ! ' বলে কেঁপেছিল তার ঠোঁট
আমার দেহকোষে বৈদ্যুতিক শিহরণ,
ভালোবাসি .... বলতে জিভের হোঁচট
সে বুঝেছে, পড়েছে নিশ্চুপ মন ।


'আসলে .... আমি .... তোমাকে ....'
অস্ফুট কিছু বলতে পারিনি,
লাজ রাঙা গাল, আনত চোখে
সে শুধু বলেছিল, 'জানি । '


তারপর সে গিয়েছিল চলে
আর হয়নিকো দেখা,
আজও ভালোবাসা হাতে
দাঁড়িয়ে আছি একা ।