১.
চাইলে তোমায় কাছে নিতে তুমি বুঝ উল্টোটাই
সব কিছু ছেড়ে দিয়ে নিজ হাতে রাখো লাটাই;
এমন করে হয়নারে আর মনের লেনদেন -
সবকিছু বুঝবে তুমি একদিন সব হারাই।


২.
হন্য হয়ে ছোটে কিন্তু বন্য নয়
অভাব তাদের নিতুই পেছনে রয়;
কিন্তু যাদের নেই অভাব এক রত্তি-
'সবই তার চাই 'কেন এমন হয় ? 


৩.
তুমি সারাক্ষণই আছো হৃদয়ে মম
তুমি থাকবেই সযতনে সাজানো গোলাপসম;
কোন সুন্দরই টানেনা আর-
একি হলো হাল? - বলো প্রিয়তম।


৪.
হে প্রভু মোর চাই রাহমাত তোমার
তুমি দয়াময় রাহমাত অসীম অপার;
তুমি চাইলে সবই ফেলনা-
তোমার সাথে টেক্কা দেয় এমন সাধ্য কার।