ভালবাসি বলেই  সংখ্যাহীন নক্ষত্রে ভরা
শীতের পোশাকে ভ্রাম্যমান ভ্রমর
বসে থাকি ফুলশ্যায়।


ভালবাসি বলেই চরম অন্ধকারেও
সূচিত হয় আলোর মিছিল......
কবে কোন নক্ষত্র নেমেছিল নক্ষত্র টানে
চোরাবালি মুগ্ধতায় বদলে ছিলো
পার্থিব জলের আঁচল।


আমাদের জানা নেই....জানা নেই,
কবে রোপিত হয়েছিল
কোন বৃক্ষ বীজ.....
শুধু ভালোবাসি বলেই সূর্যোদয় অব্দি
বহুবর্ণে  লুকিয়ে থাকা.......।
-
২৩.০১.২০১৭
সুগন্ধা কিং