চাকায় আগুন নিয়ে বন্ বন্ ঘুরে যাচ্ছে দিন
ঘুরে যাচ্ছে ফনা ও বমন ;
শুদ্ধ রক্ত খুঁজে গভীর গোপন খাঁজ
পেলব পলি ছিঁড়ে দিচ্ছে মাতাল প্রহর মন।


ধূসর ছায়ার পাশে বন্ধ্যা স্বপ্নকুসুম নিয়ে
কারুময় বীজ হাতে নিবেদিত প্রাণ মৌন কৃষক,
দেখে কারা যেন অকারণ গলি মাড়িয়ে
দৃশ্য থেকে নেমে গেল দ্রুত নিয়ে জনমের শোক ।


বৃষ্টির জন্য উম্মুখ যারা
এখনও যাদের মুখে খেলে যায় রোদ,
শূন্য দৃশ্য থেকে উদ্গত ধোঁয়ায় ঢেকে
দাউ দাউ আগুনের শিখায় মগ্ন বাউল বোধ।


দ্রুত পাক খায়
নিমিষেই সরল হয় যা ছিল বাঁকা,
উড়বে বলে দু’বাহুর পাশে
সহসা গজিয়ে ওঠে উন্মুখ পাখা ।