ও রুপালী মেয়ে প্রেম শিখাও,
তুমি আমার মনের মাঝে নিত্য আসো যাও।
পদ্মা আজ শুকিয়ে কাঠ হয়েছে হায় !
ওরা আজ তোমার মায়াবী আদর চায়।


ও রুপালী মেয়ে আহারে,
ফিরে এসো রোদেলা পাহাড়ে।
কৃষক বহু আগেই হারিয়েছে খেই,
মাটিতে আজ ভাল চাষ নেই।


রুপালী মেয়ে রুপালী মেয়ে ওরে,
আয় ফিরে তুই কবিতার ঘরে।
হৃদয় জুড়ে আঁকা তোর ছবি,
এঁকেছে আজন্ম এই শ্রমিক কবি।