বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার গান,
বাংলা আমার স্বপ্ন আশা
শূণ্য দেহে প্রাণ।
মায়ের কোলে প্রথম ছোটে
শিশুর মুখে এই বুলি,
এই ভাষাতে কথা বলে
বণিক চাষা মুজুর কুলি।
এই ভাষাতে কথা বলে
মনে অনেক শান্তি পাই,
এই ভাষাতে কথা বলে
ধন্য হলাম আমি তাই।
এই ভাষাতে কথা বলে
ত্যাগ করবো শেষ নিঃশ্বাস,
হৃদয় মন মথিত করে আজ
হৃদয় জুড়ে আছে সে আঁশ।