ওগো গঙ্গা  ফড়িং দলবেঁধে কেন মরতে এলে আহারে
,
এই পাথর লোহা জং ধরা ফিটফাট শহরে

এখানে সারাক্ষণ লেগে থাকে দ্বন্ধ
,
বাসের ধোঁয়া আর পোড়া মোবিলের গন্ধ

মানুষের হৃদয়ে হাঁসফাঁস একটু সবুজের জন্য
,
সিঁড়ির টবে পাতাবাহার আর বনসাই দেখে ভেবেছো অরণ্য
?
এখানে কিছুই আসল নয় সবই মেকি
,
চারদিকে কেবল সব হারানোদের মিছিল দেখি

তোমার মতো আমরাও এসেছিলাম মোহজালে
,
বাতাস লাগাতে মোদের নায়ের পালে

দেখি নাই কিছু শুধুই খোঁড়াখুঁড়ি কাটাকাটি
,
যেমনি তোমার সরু পা আর মৃতেদেহে পিঁপড়ার হাঁটাহাঁটি।