পঁচিশ মার্চ ! কালো রাত্রি
পাকহানাদারের অপারশেন সার্চলাইট
ঘুমন্ত বাঙালির শিরে সংক্রান্তি।
নির্মম সেই রক্তের পিদিম
জ্বলছিলো জ্বল জ্বল করে
পাক হানাদারের রক্তচোখে।


মাঝ রাতে আর্তচিৎকার গেল থেমে
জলপাই রঙের চলনে,হর্ণে
অতঃপর সুনশান নিরবতা;
চারদিকে চোপচোপ রক্ত,লাশ
বাংলার কোলে নীরব হাহাকার
তারপর সংগ্রাম; অতঃপর স্বাধীনতা-
স্বাধীন বাংলাদেশ, বিশ্বের বিষ্ময়।