সেদিন, হাওয়া, সারা পৃথিবী ভ্রমণ করতে করতে দেখল, এক পাখি খাঁচার ভিতর বসে কাঁদছে। সে তাকে বলল,


“ উড়ে যা, উড়ে যা,
এ পাষাণ পিঞ্জর তোর জন্য নহে,
উড়ে যা, উড়ে যা,
সকলে কেবল শুধু এই কথা কহে,
এই আঁধার খাঁচায় দিন কাটাবি,
মুষড়ে পড়বি শেষে,
এর থেকে তুই উড়ে চলে যা,
মুক্ত হাওয়ার দেশে,
ওই দূরে দেখ বনের পাখি ডাকছে তোকে কাছে,
ভেঙে তুই ফেল সে শিকল যা তোর পায়ে বাঁধা আছে।।


হাওয়ার কথা শুনে, নিরাশয় কাতর হয়ে খাঁচার পাখি বলে,


“ বলছ তুমি বলছ বটে,
উড়ে যেতে খাঁচা ছেড়ে,
হাওয়ায় উড়ার শক্তি আমার, সবাই নিয়েছে কেড়ে,
পাখনা আমার কাটা পড়েছে,
পায়েতে শিকল বন্দি,
লঙ্ঘন নাহি করিতে পারিব,
বন্ধ খাঁচার গণ্ডি।