ওদিকে যখন আগ্নেয়গিরির
                -লাভা খসছে
আমি বাজাচ্ছি বসে
                -সি মাইনর।


         ক্রোধ ফেটে পড়ছে
   গীটারের চব্বিশটি ফ্রেটে
না হলে ফাটত বিকট শব্দে
     বাজ ঠুস ঠাস ঠুস ঠাস।


সপ্তাকাশে দাঁড়িয়ে যখন দেখি
   এ শুধুই ভাবনার ছিনিমিনি
        আজ তবে হতেই পারে
             দু'এক ফোঁটা বৃষ্টি।


     অশ্রুচক্ষু দেখেছো, দেখোনি অনলচক্ষু
দেখেছো আকাশহৃদয়, দ্যাখোনি বজ্রপাত।
           যুদ্ধাহত সৈনিক, সে নয় পরাহত।


         এই ক্রোধ উত্তাপে বাষ্পময়
না হয়  বিধ্বংসী লশকর অসংশয়।