সময়ের স্রোতে হারিয়ে গেছি
নিজের অস্তিত্ব কোথায়?


শৈশবের আনন্দের প্রথম বিবর্তন
সেই কবেই ধূলোভর্তি মাঠে ফেলে এসেছি।
কবেই ছেড়েছি সেই দষ্যিপনার দল।


যদিও এখনো যৌবন
তারূণ্য যদিও
বারবার উঁকি দিয়ে যায়
সৃষ্টিশীল উদ্দামতা
প্রতিদিন পিছু নেয়
তবুও কড়া নাড়ে
সেই শৈশব ই।


সময় কেড়ে নেয় শৈশব
ভুলাতে পারে না কভু স্মৃতি।


শৈশব যে বড়ই নিষ্পাপ গো।
আর ১৮ তুমি যে আসলেই মহান।