অদৃশ্যমান আমার অবলোকনে
পুড়ছে অক্ষির অগোচরে-
আমার দুঃসহ অন্তর্দাহ যেন
বিসুভিয়াসের জ্বলন্ত অগ্নুৎপাতের ন্যায়
বাতাসে মিশ্রিত জ্বালানীর ন্যায় অসহনীয়,
আমি ভীত নই,
বরং কাছাকাছি এগিয়ে যাই
আর ততটাই অবাস্তব
যতটা অকল্পনীয় ।
কিন্তু আবার আকাঙ্ক্ষিত
ঐ অনুভুতি থেকে নিজেকে
পারিনি আড়াল করতে
পারিনি বেঁচে থাকতে
কোন রূপকথার রাজ্যকে
আশ্রয় করে এড়িয়ে যেতে ।
কিন্তু তবুও......
আমি এখনো পুরোদস্তুর সম্মোহিত
অনুভবের শিকড় দিয়ে অঙ্কুরিত
কোন জড়বস্তুর মত জগদ্দলিত ।
আমার অনুভূতি এখনো কোন
মুক্ত সীমাহীন আকাশ ।
ভোরের প্রতীক্ষায় রত,
এখনো সূর্যের লুকোচুরি খেলা
- অবছায়া ।
শঙ্কিত অস্তিত্ব কুয়াশায় চাঁদরে
অবসন্ন আকাশে অস্তায়মান ।
আরও কিছুটা পেরিয়ে
ঐ অভীষ্ট সুদূরপুরে
- আনন্দনগর ।