জন্ম নিলো আতুর ঘরে
জন্মালো সে কাদায় ভরে,
জন্ম হলে সবাই তারে
বুকে জরায়ে আদর করে।


বুদ্ধি মত্তা হবার পরেও
সবাই তারে আদর করে,
শক্ত খাবার যখন ধরে
দুষ্টুমি তার তখন বাড়ে।


হাঁটা চলা শিখলে পরে
সবাইতো যায় দূরে সরে,
বাবা মায়ের স্বপ্ন আশা
নব জন্মের ভালোবাসা।


যেদিন সে বড় হবে
সবাই সেদিন দেখতে যাবে,
আপন বোলে খুশির তরে
জন্ম নিল আতুর  ঘরে।