মনচোরা বিল
এই বিলে এসেছি শৈশবে
সাদা বকের মেলা বিল জুড়ে,
চারিদিকে লাশ আর লাশ
জমিগুলো সব খাশ,
ডগাইর বিল যেন মনচোরা।
ছোট্ট হাত পায়ে কাদা মেখে
হাঁটতে গিয়ে ডোবায় পড়ে জল খেয়ে,
ঘরে দাঁড়িয়ে অপলক দেখতাম শীতলক্ষ্যার রূপ
ডাকাতের ভয়ে জড়সড় মানুষের মৃত্যুকুপ,
ডগাইর বিল যেন মনচোরা।