(আমাদের শহরে অল্পখ্যাত এক জন সাদা মনের মানুষ।যিনি তাঁর জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন।তাঁর সৃজিত কর্মের প্রতি আমার এই বিনম্র শ্রদ্ধা)


জলজ আলোর প্রাণ সোনালী উদ্ভাস
বিমূর্ত প্রত্যয় তাঁর দ্যোতিত আভাতে,
পরাগিত ঘ্রাণে যার অপার উচ্ছ্বাস
বিলায়; তোলে তরঙ্গ অস্থির মজ্জাতে।
অমল তিয়াস তাঁর বিভুর বন্দনা,
জোনাকী রাহবার সে আশার সবিতা।
সৃজিত স্বপ্নের চাষে বিমূর্ত ব্যঞ্জনা
তাঁরে করেছে মহান পুজিত অভিধা।


এসেছে আমেজ আজ গোধূলি বেলার,
লালিম দিগন্তে ঐ শেষ লালিমার।
রোধে দিয়ে আমোঘতা প্রার্থণা এমনে,
হাজার বছর প্রাণ পাক সে জীবনে।
নন্দন তাপস সে যে অমর অটুট,
নমি তাঁরে বারে বারে ‘হাজার স্যালুট’।