জানি আমি আমার কবিতায়
দোলায়না আজি অন্তর তোমার,
জানিনা শুধু কেনো যে জানোনা
তুমিটাই পুরো কবিতা আমার।


মধ্য আষাঢ়ের ভরা বরষায়
ভরে কতো কবি খাতা কবিতার,
আমার তুঁলিতে আমি এঁকে যাই
হরিনী চোখের ছবিটা তোমার।


শ্রাবন দিনের আঁধারী সাঁঝে
গিয়েছে কমে আকাশের কালো।
চুরি বুজি সে করেছে তোমার
সর্পিল কেশের কালো আলো।


হাঁসের ঠোঁটের রাঙানো আভায়
বোকা প্রেমিকের নেচে উঠে প্রাণ,
হতোভাগা তারা শুঁকেনি তোমার
লতানো দেহের আবহনী ঘ্রাণ।


গোলাপী চিবুকের খাঁজের ভাঁজে
গোলাপে গোলাপে ছেয়েছে তোমায়,
আশায় থাকি আসবে সেদিন
যাঁচবে যেদিন গোলাপ আমায়।


হাজার বর্ষার অযুত বর্ষনে
ভিজেনা আমার মাথার সিঁথিটা
তোমার শ্বাসের বায়বীয় জলে
ভরে দাও এই বুকের দিঘীটা।