স্নিগ্ধ আকর দিঘীটার ঐ নিশ্চল জলের সাথে
ভাবের আদানে মজে আছি বেশ।
সৌম্য সুধার অপার আধার
আর নিবিড় কোমলতা তার
দিয়েছে মোরে আনি
স্বপ্ন অনিঃশেষ।


নিস্তরঙ্গ তার পানির অনুর নিরবধি খেলা
মধুর মূর্ছনা তোলে প্রাণোপবনে।
ক্ষণে ক্ষণে এই লাস্য মায়ায়
মন্থর  বাতাসের স্বচ্ছ ছায়ায়
তোলেছে মহাঅনুরনন
আমার মনোগগণে।


মৎস কন্যার নীরব চাহনির চঞ্চল আহ্বান
বহায় তুফান আমার গুপ্ত আকাশে।
জৌলুসে জলের বুদবুদ মালায়
উতলা মনের তুমুল জ্বালায়
সিক্ত হয়েছি আমি
তীব্র আবেশে।


সঙ্গোপনে আজ স্মৃতিরা সব উড়ছে একে একে, আর
স্বপ্ন ডিঙ্গাখানি আজ ভাসছে ভেলা হয়ে।
আপ্লুত আশার হৃদয়ের নাও
প্রফুল্ল আলোর ভালবাসা তাও
জলকেলি করছে যে আজ
প্রাণের জলসালয়ে।