'অন্তমিল' হল একটা কবিতার পোষাক বিশেষ। ভাল রুচিশিল পোষাক ছাড়া যেমন একজন মানুষকে মানানসই দেখায় না, তেমনি সুন্দর অন্তমিল ছাড়া একটা কবিতা শ্রুতিমধুর আর হৃদয়গ্রাহী হয়ে উঠেনা।


আলোচনা সভায় ‘অন্তমিল’ নিয়ে কোন একজন কবির জ্ঞানগর্ভ আলোচনা চাই। এতে করে আমরা যারা এব্যাপারে জানতে আগ্রহী তারা উপকৃত হব।
অপেক্ষায় থাকলাম।