মহাতিমিরের গরল ছোবলে
ধূলিতে ধরার জমেছিলো বিষ,
লুটিয়ে মানবের সকল আকুতি
অসুর দানবে দিয়েছিলো শিস।


ভুলে গিয়ে মানুষ সত্যেরে চির
পূজেছিল সে কোন অলিক এক,
জীবনের গান গিয়েছিলো থেমে
পাপের জোয়ারে ভেসেছিলো ‘নেক’।


এমনি সময়ে মরুর আকাশে
ধূমকেতু হয়ে দিলে তুমি দেখা,
উদ্ভাস আলোয় ভাসলো পৃথিবী
এনে দিলে জীবনে আলোর রেখা।


আজিকার দিনে হানাহানি মাঝে
খুজে ফিরে সবে ছায়াটি তোমার,
ফিরদৌস হতে দিশা দাও তুমি
করজোড় আজ কামনা সবার।