রিমঝিম বাজনা বাজে ভোর বেলায় পাখির ডাকে স্বপ্ন গুলো ফিরতে থাকে । সাজেঁর বেলায় বৃষ্টি পরে ক্লান্ত শরীর লুটিয়ে পড়ে । সূয্যি মামার রাগানিতে ঘুমের মোম গলিয়ে যায় ক্লান্ত শরীর উঠে দাড়াঁয় । সূয্যি মামা ঘুরতে থাকে। ক্লান্ত শরীর ব্যস্ত থাকে । দিনের শেষে পাখির ডাকে সুয্যি মামা ঘুমিয়ে পড়ে । ক্লান্ত শরীর বাড়ি ফিরে
ঝিঁ ঝিঁর ডাকে সাড়া দিয়ে ক্লান্ত শরীর লুটিয়ে পড়ে । ঘুমের মোম জমতে থাকে ক্লান্ত শরীর স্বপ্ন দেখে স্বপ্নের মাঝে উড়তে থাকে। রিম ঝিম বাজনা বাজে ভোর বেলায় পাখির ডাকে স্বপ্ন গুলো ফিরতে থাকে ।