চোখে দেখিনি তোমাকে আমি
শুনেছি তোমার অনেক নাম
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু
লও আমার হাজার সালাম


শুনতে পারিনি তোমার ভাষণ
সাতই মার্চের বাঙ্গালির গর্জন
দেখিনি আমি তোমাকে চোখে
বুকের মাঝে ছবি রেখেছি এঁকে


দেখিনি আমি মুক্তিযুদ্ধ
দেখিনি আমি শহীদের রক্ত
তবে গল্প শুনেছি বাবার মুখে
শুনেছি ওই বীরাঙ্গনার আর্তনাদ


দিয়ে গেছ তুমি সোনার ভূমি
বাংলাদেশ তার নাম
তোমার কাছে বাঙ্গালি ঋণী
ভুলিনি তোমার রক্তের দাম


জাতির পিতা থাকবে বেঁচে
আমাদের কাছে আজীবন
শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়
আমাদের কাছে তুমি আমরণ !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com