নির্ঘুম দুটি চোখ আমার
আজ খোঁজে শুধু তোমাকে
রাতের নিস্তব্ধতায় হেঁটে বেড়াই
তোমার ছায়ার আলোতে


একটু দূরে দেখা যায়
ওই ল্যাম্পপোস্টের আলো
আধো ছায়া অন্ধকারের মাঝে
কে যেন মুখ লুকালো


জোর পায়ে হেটে গেলাম
ওই আলোর রেখা ধরে
গিয়ে দেখি শুধু মরীচিকা
ওই আলোর রেখার ধারে


নির্ঘুম দুটি চোখ নিয়ে
আবার হেঁটে চলেছি আঁধারে
নিস্তব্ধতা আবার ঘিরে ধরেছে
চারপাশ থেকে আমারে


আশায় আবার পথ চলছি
যদি পাই তোমার দেখা
ল্যাম্পপোস্টের নীচে দাড়িয়ে আছো
তুমি আমার জন্য একা !!


একজন কলম যোদ্ধা (রাতুল)