গরীবের ঈদ মানে কি
পুরনো কাপড়টাই যে ছেড়া
সাধারন দিনের মত কাটাবে
ঈদের দিনটাও তারা


একটু খানি সেমাই কপালে
জুটবে কিনা জানি না
জুটলেও কপালে জুটতে পারে
পরের দিনের বাসি খানা


কেউবা পাবে যাকাতের কাপড়
দুই এক প্যাকেট সেমাই
কার কপালে জুটবে নাতো
ঈদের লাচ্ছা সেমাই


ফুটপাতের ওই ছোট্ট ছেলেটাও
থাকবে খালি গায়ে
নতুন জামা উঠবে না তার
ঈদের দিনেও গায়ে


ঈদ কি তবে ধনীর লাগি
গরীব কি তার হবে না ভাগি ??


একজন কলম যোদ্ধা (রাতুল)
Email: shahadat.hossaiin@gmail.com