লাগলো ঈদের ধুম
চোখে নেই তো ঘুম
কখন হবে সকাল
পরবো ঈদের নামায


বাসায় ফিরে খাব
ফিন্নি পায়েস সেমাই
সালাম করে নেয়
করবো সালামি আদায়


সেই টাকাতে আবার
ঘুরতে যাবো বাইরে
কিনবো আমি নিজের মত
যা যা ইচ্ছা তাই রে


বিকেল বেলায় যাব
খালা মনির বাসায়
রান্না খাবো তার হাতে
মজার মজার সেথায়


রাতের বেলায় ফিরবো
পেট খালি করে
মায়ের হাতের রান্না
খাবো মনটা ভরে


এভাবেই ঈদের দিনটি যাবে কেটে
মজার মজার স্রিতি মিশে রবে তাতে


একজন কলম যোদ্ধা (রাতুল)


Email: shahadat.hossaiin@gmail