মায়ায় ঘেরা চোখ দুটি তোর
হাত ছানি দিয়ে আমায় ডাকে
অবুঝ চোখের ইশারার মাঝে
কি যেন জাদু লুকিয়ে আছে


নাম দেব কি ভেবে পাইনা
মায়াবিনী নাকি হরিণী
চোখের কাজলে এত ভাল
আগে তো আমার লাগেনি


নয়ন জুড়িয়ে প্রাণ জুড়িয়েছে
জুড়িয়েছে আমার হৃদয় খানি
ওগো ললনা বল ভালবাসবি
বলনা আমায় তুই একটুখানি


দুটি চোখে এত মায়া তুই
কোথায় পেলি বল আমায়
সারা ভুবন রাঙ্গিয়ে যায়
তোর চাহুনির দৃষ্টি মায়ায়


হারিয়ে যাসনা ফুরিয়ে যাসনা
আমার কাছে কাছে তুই থাক
তোর মায়াবী দুটি চোখের
আমায় তুই একটু কাছে রাখ !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmil.com