তোকে করি ভুলে থাকার অভিনয়
জানি এটা আমার জন্য সহজ নয়
তুইও কি আছিস অভিনয় করে
রেখেছিস নিজেকে মিথ্যেতে ঘিরে


কেন পারিনা তোকে ভুলে যেতে
পারলে শিখিয়ে দে তুই আমাকে  
তাহলে করবো ভুলে যাবার চেষ্টা
আর পারিনা অভিনয়ের এই কষ্টটা


তোকে যদি আমি ভুলে যেতে পারতাম
এই মনটা অন্য কার হাতে তুলে দিতাম
তোর ভাবনাই তো আমার পিছু ছাড়ে না
কি করে ভুলে থাকবো বল তোর কথা


তোকে ভুলে যেতে পারতাম খুব সহজে
আগেই ভুলে যেতাম নিজের মত করে
যতই করি তোকে ভুলে যাবার বাহানা
ততই আমায় ঘিরে ঘরে তোর ভাবনারা


শেষ কথাতে বলি তোকে যাবেনা ভোলা
তবুও করে যাবো ভোলার মিথ্যে বাহানা !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
Facebook ID : www.fb.com/rater.ratul
ইমেল : shahadat.hossaiin@gmail.com