গায়ের রঙ বেজায় কালো
মনের রঙ তার সাদা
খুজে দেখ পাবে না ভাই
মনের মাঝে এতটুকু কাদা


কালো ফর্সা হিসেব করে
মানুষ কি আর হয়
সৃষ্টি করেছেন আমায় যিনি
আল্লাহ তারে কয়


কালো আমি এটাই দোষ
নাকি আর কিছু আছে
খুজে দেখতে পারো ভাই
তোমরা আমার মাঝে


গুন বিচার করে দেখ
তোমার আমার পার্থক্য
আকাশ পাতাল ব্যাবধান পারে
আমাদের দুজনের মাঝখানে


আমিও মানুষ তুমি মানুষ
একি আল্লাহর সৃষ্টি
কেন এত ভেদাভেদ খোঁজ
দেখ দূরত্বের দৃষ্টি


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com