আজ যে গল্পটা বলবো তোমাদের
ভাঙ্গা চশমা আর ছেড়া ডায়রির
বন্ধুত্ব ছিল তাদের মাঝে খুব বেশি
সময় সুযোগ পেলেই করতো লিখালিখি


আজ অবহেলায় পরে আছে ডায়রিটা
ফুরিয়ে গেছে কলমের সব গুলো লেখা
আজ ভেঙ্গে পরে আছে সেই চশমাটা
দেখতে পায়না লেখা হয়না কোন কবিতা


বয়সটা আজ সত্তরের কোঠায়  ছুই ছুই
হাতের দুর্বলতা বেড়ে গেছে অনেক আগেই
আগের মত নেই আর লেখার উন্মাদনা
চোখের দৃষ্টি ঝাপসা হয়েছে দেখতে পায়না


বয়স যখন ছিল তার বাইশের কোঠায়
অনবরত লিখে যেত অবিরাম নির্দিধায়
রাতের পর রাত জেগেছে চলেছে কলম তার
চোখে ছিল তার কালো চশমা ডায়রিতে হুংকার


এখন সেই ডায়রিটায় ধুলো পরে আছে
লেখা গুলো জমে আছে ডায়রির মাঝে
চশমাটা কোথায় নেই তার জানা
ডাস্টবিন হয়তোবা তার শেষ ঠিকানা


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com