কেন পরাবি আমার পায়ে লোহার শেকল
কেন বন্দী করে রাখবি চার দেয়ালে বল
নারী বলে কি নেই কোন আমার অধিকার
সমাজের সাথে তাল মিলিয়ে আমার চলার


পুরুষ তান্ত্রিক সমাজে এ কেমন নিয়ম
নারীর জন্য কেন এত বল বাঁধা বিড়ম্বনা
পুরুষ যা পারে নারী কি তা পারে না
এটাই কি তোদের এই সমাজের ধারনা


একটা বার সুযোগ দিয়ে দেখ আমাকে
কথা দিচ্ছি দেখিয়ে দেব এই সমাজকে
যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্যারি
দুর্বল নই সবল আমি বলছি এই নারী


পুরুষ যা পারে নারীও তা পারে
একটাবার শেকল খুলে দে আমারে
মুক্ত করে দে ওই আকাশ পারি
নিশ্বাস নিতে চাই আমি নতুন আহবানে


শেকলে থাকতে চাইনা আমি আর বন্দী
চার দেয়ালের মাঝে কাটবে না নারীর দিন সন্ধি


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com