ফযরের আযান শুনে
ওঠো ঘুম থেকে,,
অজু করে নামায পড়
তুমি ঠিক মতে,,


যোহরে থাক তুমি
যতো কাজে ব্যাস্ত,,
সময় করে আদায় কর
এই ওয়াক্ত,,


আসরে থাক যদি
তুমি গল্পের মাঝে,,
উঠে গিয়ে আদায় কর
কাযা হবার আগে,,


মাগরিবে হও যদি
খুব বেশি ক্লান্ত,,
নামায আদায় না হলে
থাকবে মন অশান্ত,,


এশার আযান শুনে
থেকোনা আর বসে,,
আদায় করে নিও তুমি
একটু সময় করে,,


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com