মাকে আর দিতে পারি না
আগের মত সময়
অফিসের ব্যাস্ততা বেড়েছে ভীষন
মা ক্ষমা করো আমায়


দশটা পাঁচটা অফিস করে
ছুটতে হয় নিজের কাজে
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়
তবুও আমার রেহাই নাইরে


অনেক রাতে আমি যখন
ফিরি নিজের বাড়ি
মা আমার ঘুমিয়ে গেছে
নিয়েছে আজ আড়ি


এমন করেই চলছে আমার
এই যান্ত্রিক জীবন
মা তোমায় কেমনে বোঝাবো
কতোটা কাঁদে আমার মন


মাগো আমায় ভুল বুঝো না
তোমার ছেলেই আছি
ব্যাস্ততা আমার যতই থাকুক
সময় করে নেব ঠিকি !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com