সুখ বলতে কি বোঝ
কারি কারি টাকা,,
মাথার উপর মস্ত বাড়ি
ছাদ দিয়ে ঢাকা,,


সুখ বলতে কি বোঝ
দামী কাপড় চোপড়,,
তোমার গায়ে পড়বে না
এতটুকু আঁচড়,,


সুখ বলতে কি বোঝ
বিলাস বহুল গাড়ি,,
সাথে যদি থাকে তোমার
সুন্দরী এক নারী,,


সুখ বলতে কি বোঝ
ভুঁড়ি ভোজন খাওয়া,,
অবশিষ্ট ফেলে দেওয়া
ডাস্টবিনে হবে হাওয়া,,


সুখ বলতে কি বোঝ
একটা জীবন তাই,,
মরার পরেও জীবন আছে
মনে রেখ ভাই,,


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com